জোর করে হলে অবস্থান নেয়া আন্দোলনরত শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
জোর করে হলে অবস্থান নেয়া আন্দোলনরত শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা মহামারী থেকে সুরক্ষার জন্য সরকারি নির্দেশে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ রাখা হয়েছে। তাই জোরপূর্বক যারা হলে অবস্থান করছে তাদের হল ত্যাগ করতে হবে। নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে, রোববার দুপুরে সংবাদ সম্মেলনে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও হল খুলে দেয়ার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।