ভবিষ্যত প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সচেষ্ট থাকার আহ্বান নৌপরিবহন প্রতিমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ভবিষ্যত প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে । দেশের জনগণ তাদের এই অপচেষ্টাকে প্রত্যাখ্যান করছে ।
দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও আবৃত্তি-চিত্রাংকনসহ বিভিন্ন কেটাগরিতে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের আয়োজক ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। মন্ত্রী আরো বলেন, আলজাজিরাকে ব্যবহার করে আলকায়দার সাথে সংশ্লিষ্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।