শত শত ক্রয় আদেশ বাতিলের অভিযোগ বিজিএমইএ’র সভাপতির

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিদেশী ক্রেতারা মুখে মানবাধিকার ও শ্রমিক অধিকারের কথা বললেও বাস্তবে তা বিশ্বাস করে না। করোনাকালে লাখ লাখ শ্রমিকের ভবিষ্যতের কথা না ভেবেই একতরফা শত শত ক্রয়াদেশ বাতিল করেছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক।
বিজিএমইএ’র নির্বাচন উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে প্যানেল পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, তৈরী পোষাক শিল্পে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। দেশের মোট রপ্তানী আয়ের প্রায় ৮৫ শতাংশই এই খাতের ওপর নির্ভরশীল। কিন্তু এই খাতে কর্মরত ৫০ লাখেরও বেশী মানুষের কর্মসংস্থানের নিরাপত্ত্বার নিশ্চয়তা এখনো তৈরী হয়নি। সরকার আন্তরিক হলেও বায়ারদের নানান শর্ত বারবার বাঁধাগ্রস্ত করেছে তৈরী পোষাক শিল্পকে। তবে মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বলেও জানান তিনি।