নির্ধারিত সময়ের আগে নির্বাচন দেওয়ার দাবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নির্ধারিত সময়ের আগে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান নির্বাচন না দিলে এদেশের জনগণ সরকারের পতন ঘটাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ এ হুঁশিয়ারী দেন তিনি। সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কতিপয় মাফিয়া দ্বারা স্বৈরসরকার আওয়ামী লীগ জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। সরকার জনগণকে ভয় পায় বলে প্রতিবাদ সমাবেশকে ঘিরে পুলিশী মহড়া বসিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানানো হয় সমাবেশে।