শেখ হাসিনাকে হত্যার চেষ্টার মামলায় উচ্চ আদালতের রায় আজ

- আপডেট সময় : ০১:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টার মামলায় উচ্চ আদালতের রায় আজ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলায় রায় পড়া চলছে। আসামীরা দোষ স্বীকার করে জবানবন্দী স্বেচ্ছায় ও স্বপ্রণোদিত হলে তার উপর ভিত্তি করে সাজা দেয়া যায়। রায়ের পর্যবেক্ষণে বলছে হাইকোর্ট।
এরপর বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ রায় ঘোষণা করবেন। বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১০ আসামির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি ১ ফেব্রুয়ারি শেষ হয়। ২০১৮ সালের ২ এপ্রিল এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু হয়েছিল। হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আবদুল হান্নান এই মামলায় মূল আসামি ছিলেন। অন্য মামলায় তার ফাঁসি কার্যকর হওয়ায় তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়। ২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়।