দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবীতে ১৮ ফেব্রুয়ারী বরিশালে বিএনপি’র বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবীতে ১৮ ফেব্রুয়ারী বরিশাল মহানগরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ। তবে এখন পর্যন্ত প্রশাসন অনুমতি দেয়নি বলে জানিয়েছে দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার।
সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে বলে জানান তিনি। সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন সরোয়ার। এসময় তিনি অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগনের ভোটাধিকার হরণ করেছে সরকার। দেশে গণতন্ত্র নয়, গুম, খুন ও দুর্নীতি বিরাজ করছে বলেও অভিযোগ জানান তিনি। সমাবেশে ঢাকার দুই মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিদ আউয়াল, রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, চট্টগ্রাম ও খুলনার সিটি মেয়র প্রার্থী ডা. শাহাদাত ও নুরুল ইসলাম সমাবেশে নেতৃত্ব দেবেন। প্রধান অতিথি থাকবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন।