যখনই দেশ সামনের দিকে এগোতে থাকে, তখনই আঘাত আসার ষড়যন্ত্র হয়
- আপডেট সময় : ০১:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
যখনই দেশ সামনের দিকে এগোতে থাকে, তখনই আঘাত আসার ষড়যন্ত্র হয় অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে। শত ষড়যন্ত্র মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে বলেও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী । জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কেন্দ্রে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এর সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথমেই জুলাই, ২০২০- জুন, ২০২৫ অর্থবছরের জন্য অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিক ষড়যন্ত্রের পাশাপাশি জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদকসহ নানা প্রতিকূলতা মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, সঠিক সময়ে পদক্ষেপ নেয়ায় টিকা পেয়েছে বাংলাদেশ। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।























