চট্টগ্রামে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে নগরজুড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজি অটোরিক্সাও উদ্ধার করা হয়। চাঁন্দগাও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, চক্রটি বিভিন্ন এলাকায় যাত্রী সেজে সিএনজি অটোরিক্সা ভাড়া করতো। পরে নির্দিষ্ট এলাকায় নিয়ে খাওয়ানোর কথা বলে চালককে রেষ্টুরেন্ট নিয়ে যেতো। চক্রের বাকি সদস্যরা ঐ সময় অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যেত। পরে অটোরিক্সার যন্ত্রাংশ আলাদা করে বিক্রির পাশাপাশি মালিকের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণও নিতো। টানা এক বছর ধরে চক্রটি নগরীর বিভিন্ন এলাকায় সক্রিয় ছিলো।