একটি মহল এরশাদ গ্রুপ অব ইন্ড্রাস্টির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
তিলে তিলে পরিশ্রমে ভাগ্য পরিবর্তন করে ব্যবসায়ী গ্রুপের মালিক হলেও একটি মহল তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন এরশাদ গ্রুপ অব ইন্ড্রাস্টির কর্ণধার এরশাদ আলী।
সকালে সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন- ক্র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। জানান, এক সময় রিকশার ব্যবসা দিয়ে শুরু করলেও পরবর্তীতে সিমেন্ট, রড ও টাইলসের ডিলারের ব্যবসা শুরু করে তার প্রতিষ্ঠান। বর্তমানে পদ্মা সেতুর রেল লিংক প্রজেক্টসহ সাইনো-হাইড্রো প্রকল্পে পাথর সরবরাহের কাজ করছে প্রতিষ্ঠানটি। অথচ বিভিন্ন কুচক্রি মহল তাদের প্রতিষ্ঠান নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়।