সিলেটে ৩ দফা দাবিতে নার্সদের মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সিলেটে ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশন ও সিলেট বিভাগীয় নার্সেস পরিষদ।
বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিল, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনস্থ নার্সিং শিক্ষার্থীদের কম্পিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অনতিবিলম্বে গ্রহণ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান প্রদান না করার দাবীতে করা মানববন্ধনে সিলেটের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক নার্স অংশ নেয়। মানববন্ধনে তারা আরো বলেন, এ আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, নার্সিং পেশার মত গুরুত্বপূর্ণ এই পেশায় জড়িতদের গুনগত মান ও দক্ষতা বজায় রাখতে সরকারের এই সিদ্ধান্ত বাতিলের পক্ষে একটি যৌক্তিক আন্দোলন।






















