বগুড়ায় বসেছে ৪’শ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

- আপডেট সময় : ০২:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বগুড়ার গাবতলী উপজেলায় বসেছে প্রায় ৪’শ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। মেলায় উঠেছে ৭৫ হাজার টাকা দামের বাঘাইরসহ বড় বড় মাছ, ২০ কেজি ওজনের মিষ্টিসহ হরেক রকম পণ্য। হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা।
ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে মিশে আছে দেশের উত্তরাঞ্চলের সবচেয়ে পুরনো পোড়াদহের মেলা। প্রতিবছর মাঘের শেষ বুধবার বগুড়ার গাবতলীর গাড়িদহ নদীর তীরে বসে এ মেলা। নদীর বড় বড় মাছ আর মিষ্টির জন্যই এটি বিখ্যাত। মেলায় উঠেছে বিভিন্ন নকশা’র ফার্নিচার, মসলা, খেলনাসহ নানা পণ্য।
নাগরদোলা, সাইকেলসহ গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন খেলার আয়োজন রয়েছে মেলায়। উৎসবের আমেজ চলছে আশপাশের গ্রামগুলোতে। বৃহস্পতিবার বসবে শুধু নারীদের জন্য বউ মেলা।মেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায়, পুলিশ।
সম্প্রীতি ধরে রাখতে এ ধরনের মেলার ঐতিহ্য টিকিয়ে রাখা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা।