মৌসুমের টানা ৫ জয়ের পর ড্র করলো শেখ জামাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়রথ থামলো শেখ জামালের। মৌসুমের টানা ৫ জয়ের পর ড্র করলো ধানমন্ডির জায়ান্টরা। ঘটনাবহুল ম্যাচে ঢাকা আবাহনীল সঙ্গে ড্র করেছে ২-২ গোলে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে মাতে ঢাকা আবাহনী ও শেখ জামাল। তবে আগে সাফল্য পায় আকাশী-নীলরা। ১৩ মিনিটে আবাহনীকে লিড এনে দেন হাইতি ফরোয়ার্ড বেলফোর্ট। ম্যাচে ফিরতে সময় নেয়নি শেখ জামাল। ১৯ মিনিটে সমতা আনে ধানমন্ডির জায়ান্টরা। সমতা নিয়ে বিরতিতে গেলেও, ফিরে আবারও আকাশী-নীল ম্যাজিক। ৪৬ মিনিটে আবাহনীকে উল্লাশে মাতান ফ্রান্সিসকো তোরেস। ৭১ মিনিটে সমতা আনে শেখ জামাল। সিল্লার পাসে গোল করেন ওমর জোবে। ম্যাচের ফলাফলকে ছাপিয়ে প্রথমার্ধে দু’দলের দুই লাল কার্ড উত্তেজনা ছড়িয়েছে মাঠে। এদিকে, কুমিল্লায় পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান।