বিমানবন্দরে ইউএস বাংলার ক্যাটারিং সার্ভিসের গাড়ি থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার ক্যাটারিং সার্ভিসের গাড়ি থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এ ঘটনায় সন্দেহভাজন ৭ জনকে আটক করা হয়েছে। সকাল ৭টায় ইউএস বাংলার দুবাই থেকে আসা ফ্লাইট বিএস ৩৪২, বিমানবন্দরে অবতরণের পরে যাত্রীদের উচ্ছিষ্ট খাবারের বক্স গাড়িতে তোলার পর তল্লাশি চালিয়ে একটি বক্স থেকে ৬০ পিস স্বর্ণের বার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।










