১৮ বছর চাকুরি করেও রাজস্ব খাতে ঠাই হয়নি ১১০ জন কর্মচারীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশ হাসপাতালে ১৮ বছর চাকুরি করেও রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না হওয়ায় ১১০ জন কর্মচারী হতাশা ও ক্ষোভ জানিয়েছেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রকল্পের শুরুতে বিভিন্ন পর্যায়ে ৩১৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করা হয়। এর মধ্যে ২০৪ জনকে রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করা হলেও বাকি ১১০ জনকে এখনো আগের অবস্থানেই রাখা হয়েছে। ফলে তাদের ভবিষ্যত নিয়ে শংকা তৈরি হয়েছে। তারা বলেন, এসব পদে নতুন করে জনবল নিয়োগের পরিকল্পনা নিচ্ছে কর্তৃপক্ষ। রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা না হলেও কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।