বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে দুই বিজিবি সদস্য। নিহতরা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আসার খবরে নাইক্ষ্যংছড়ির গর্জনবুনিয়া চাকমাপাড়ায় অবস্থান নেন তারা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করলে, পাল্টা গুলি ছোঁড়েন তারা। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করা হয়। উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জোবায়ের ও দীল মোহাম্মদ। ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা, একটি বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।