দ্বিতীয় দিনের মতো চলছে টিকাদান কর্মসূচি
- আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দ্বিতীয় দিনের মতো চলছে টিকাদান কর্মসূচি। জনগণ যাতে টিকার ওপর আস্থা রাখতে পারে সেজন্য প্রথম দিন মন্ত্রিসভার সদস্য-সহ রাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি টিকা গ্রহণ করেন।
এছাড়া ডাক্তার-নার্সসহ সম্মুখসারির কর্মী এবং ৫৫ বছরের বেশি বয়সের নাগরিকদের এই টিকা দেয়া হয়। গতকাল যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। টিকা কেন্দ্রের চিকিৎসকরা জানিয়েছেন, টিকা নিয়ে এখন পর্যন্ত দেশে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। দ্বিতীয় দিন বেশ কয়েকটি হাসপাতালে প্রথম দিনের তুলনায় আজ টিকা নেয়ায় বেশি আগ্রহ দেখা যাচ্ছে মানুষের মধ্য। মানুষ টিকা নিতে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে আছেন অনেকেই। অনেককে টিকা নেয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।প্রথম দিনে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন।কর্মসূচির অংশ হিসাবে গতকাল বাংলাদেশের সহস্রাধিক হাসপাতালে টিকা দেয়া শুরু হয়।


















