চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ

- আপডেট সময় : ০১:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দুই অভিষিক্ত কাইল মেয়ার্স ও এনক্রুমাহ বোনারের দুর্দান্ত ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯৫ রানের টার্গেটে শেষ দিন ব্যাট করছে ক্যারিবিয়রা। শেষ খবর পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ২৫৬ রান।
অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন কাইল মেয়ার্স। ফিফটি করে সঙ্গী এনক্রুমাহ বোনার। এর আগে,
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শুরু করে ক্যারিবিয়রা। শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বোনার-মেয়ার্স। দায়িত্বশীল ব্যাটিংয়ে দিনের প্রথম সেশনে ৮৭ রান যোগ করেন এই দুই ক্যারিবিয়ান। এদিকে, সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার এজরা মোসলে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় দিনের খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন দুদলের ক্রিকেটারসহ ম্যাচ অফিসিয়ালরা। প্রথম ইনিংসে ৪৩০ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে ৮ উইকেটে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ক্যারিবিয়দের সংগ্রহ ২৫৯ রান।