মুজিববর্ষের মধ্যে এবং বিজয় দিবসের আগেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি প্রা: লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফসার উদ্দীন আহম্মেদ বলেছেন, মুজিববর্ষের মধ্যে এবং বিজয় দিবসের আগেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে।
দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে সরকারের এমন অঙ্গীকার নিয়ে তিনি আরো বলেন, সারা দেশে বাস্তবায়ন করা কোন একটি প্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয়। এতে সবাইকে অংশগ্রহন করতে হয়। এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।