‘বেসরকারি বিক্রির জন্য অক্সফোর্ড টিকা এখনই পাচ্ছে না বেক্সিমকো’

- আপডেট সময় : ০৩:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
‘বেসরকারি বিক্রির জন্য অক্সফোর্ড টিকা এখনই পাচ্ছে না বেক্সিমকো’
বেসরকারি পর্যায়ে বিক্রির জন্য ভারতের সিরাম ইনিস্টিটিউট থেকে নির্ধারিত সময়ে করোনার টিকা পাচ্ছে না বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বৃহস্পতিবার বেক্সিমকো এ তথ্য জানিয়েছে একটি গণমাধ্যমকে। বেক্সিমকো বলছে, সিরাম ইনিস্টিটিউট জানিয়েছে, বেসরকারি পর্যায়ে বিক্রির চেয়ে সরকারের গণটিকাদান কর্মসূচি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন কোভাক্স উদ্যোগকে অগ্রাধিকার দেয়ার কারণে, প্রথম দফার পাঁচ লাখ ডোজ সরবরাহে দেরি হবে। কতদিন দেরি হবে তা জানায়নি তারা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। বাংলাদেশে সিরামের এই টিকার একমাত্র পরিবেশক হচ্ছে বেক্সিমকো ফার্মা। গেল সপ্তাহে সরকারি পর্যায়ে সরবরাহের জন্য সিরামের ৫০ লাখ ডোজ টিকা হাতে পেয়েছিল প্রতিষ্ঠানটি। এর বাইরে বেসরকারি পর্যায়ে বিক্রির জন্য সিরামের কাছে ১০ লাখ ডোজ টিকা চেয়েছিল বেক্সিমকো।