বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ও রিপোর্টারকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০২:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রচার করায় বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ও রিপোর্টার কাজী ফরিদকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ হুমকিদাতাদের আইনের আওতায় আনতে সাত দিনের আল্টিমেটামও দিয়েছেন সাংবাদিক নেতারা।
সকালে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় মানববন্ধন করে প্রতিবাদ জানান সাংবাদিক নেতাসহ সাধারণ সংবাদকর্মীরা। এ সময় বক্তারা বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা সব সময় সত্য ও ন্যায়ের পথে আছে। মিথ্যার সাথে কখনো আপোস করবে না। এসময় তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন। পরে মানববন্ধন থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে সাংবাদিক সমাজ।
















