মেহেদী মিরাজের সেরা ইনিংসে টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৪৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৪০ বার পড়া হয়েছে
মেহেদী মিরাজের ক্যারিয়ার সেরা ইনিংসে চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। মিরাজের ১০৩ রানের কল্যাণে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ করে ৪৩০ রান। জবাবে মোস্তাফিজের জোড়া আঘাতে ২ উইকেটে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আরও ৩৫৫ রানের পিছিয়ে ক্যারিবিয়রা।
চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের সেরা মুহূর্ত। সেঞ্চুরি বলে কথা। সাগরিকায় ম্যাজিক ফিগারের আনন্দে ভাসলেন মেহেদী হাসান মিরাজ। কেন না? তামিম-মুশফিকরা যেখানে খাবি খেয়েছে সেখানে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পাশাপাশি দলকে চালকের আসনে নিয়ে যাওয়ার পর এমন আনন্দ তো তারই মানায়।
অথচ দিনের শুরুটা ছিলো হতাশার। দলের বড় সংগ্রহের উপলক্ষ্য হতে পারেনি লিটন দাস। ওয়ারিকান স্পিনে কাটা পড়েন ব্যক্তিগত ৩৮ রানে।
সাকিবও ফিরেছেন ৬৮ করে। তবে, ততক্ষণে ক্যারিয়ারের ২৫তম ফিফটি তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার।
পরের গল্পটা শুধুই মেহেদী মিরাজের। সাকিবের সঙ্গে ৬৭ রানের পর তাইজুলের সাথে ৪৪ আর নাঈম হাসানের সঙ্গে ৫৭ রানের জুটি। দলকে এনে দিয়েছে চার’শর বেশি পূঁজি।
১০৩ রানে ফিরেছন মিরাজ, ততক্ষেন সেঞ্চুরির উৎযাপন সেরেছেন। মাঝে তাইজুলের ১৮ আর নাঈমের ২৪-শে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৩০।
রান পাহাড়ে চাপা পড়ে শুরুতেই বেসামাল ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ২৪ রানে একাদশের একমাত্র পেসার মোস্তাফিজের জোড়া আঘাত। জন ক্যাম্পবেলের পর শেন মসিলিকে ফেরান কাস্টার মাস্টার।
তবে, দ্বিতীয় দিনের বাকি সময়টায় আর কোন বিপদ হতে দেননি ক্রেইগ ব্রাথওয়েট ও এনক্রুমাহ বোনার। ১৭’রতে বোনার আর ৪৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করবেন ব্রাথওয়েট।
লড়াকু মানুষিকতায় দ্বিতীয় দিনের সবটুকু আলো কেড়েছেন মেহেদী মিরাজ। এমন পারফরম্যান্সে খুশি মিরাজ নিজেও।






















