চতুর্থ দিনের মতো সব সেবা বন্ধ রেখেছেন নওগাঁর আইনজীবীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নওগাঁ আদালত চত্বরে আইনজীবীকে লাঞ্ছিতের প্রতিবাদে চতুর্থ দিনের মতো সব সেবা বন্ধ রেখেছেন আইনজীবীরা। ৪ পুলিশ ক্লোজডের সিদ্ধান্তে আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করেছেন।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা। জেলা বার এসোসিয়েশনের সভাপতি খোদাদাত খান জানান, আইনজীবীকে লাঞ্ছিতের ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড ছাড়া তেমন কনো পদক্ষেপ নেয়নি পুলিশ। এজন্য কর্মসূচী অব্যাহত রয়েছে। পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, আইনজীবীদের সাথে বৈঠক হয়েছে। ঘটনা তদন্তে ৩ সদস্যর একটি কমিটিও গঠন করা হয়। দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। গত রোববার আইনজীবী মুরাদ- রিক্সায় আদালত চত্বরে প্রবেশের সময় কয়েকজন পুলিশের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে মারধর করে।