নাগরিক তথ্য সংগ্রহ শুরু করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ
- আপডেট সময় : ০৮:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর নাগরিক তথ্য সংগ্রহ শুরু করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ। বিকেলে রাজধানীর কালাচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর উদ্বোধন করেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।
এসময় পুলিশ জনতা জনতাই পুলিশ উল্লেখ করে তিনি বলেন, পুলিশের সেবা সকলের দোড় গোড়ায় পৌছে দিতে কাজ করছে এ সংস্থা। এসময় তিনি বলেন, গুলশানে মাদক কারবারি এবং সন্তাসীদের কোন ঠাই হবে না। সকল ধরণের অপধারকে কঠিন হস্তে দমন করা হবে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন উপ-পুলিশ কমিশনার। রাজধানীবাসীকে ভাডাটিয়া তথ্য দিয়ে পুলিশের কাজে সহযোগিতা করার আহবান জানান তিনি। অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলশানে এসে শেষ হয়।


















