মদপানে বিষাক্রিয়ায় করা মামলার প্রধান আসামি পারুল হোমিও হলের মালিকসহ ৪ জনকে গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বগুড়ায় ভেজাল মদপানে বিষাক্রিয়ায় করা মামলার প্রধান আসামি পারুল হোমিও হলের মালিকসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
প্রধান আসামি পারুল হোমিও হলের মালিক মোহাম্মদ নুরুন্নবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ৪ জনকে গ্রেপ্তার করা হলো। রোববার রাতে শহরের পুরান বগুড়ায় হরিজন সম্প্রদায়ের এক বিয়ের অনুষ্ঠানে স্থানীয় খান হোমিও হল থেকে কেনা মদপানে এক পরিবারের তিন সদস্যের মৃত্যুর খবর আসে। পরে শহরের কাটনারপাড়া, ফুলবাড়ি, শীববাটি, ভবেরনহাটেও পারুল হোমিও হল ও পুনম হোমিও ল্যাবরেটরি থেকে কেনা মদপানে মারা যান ৫ জন। সবশেষ মঙ্গলবার রাতে জেলার শাজাহানপুর উপজেলায় আরো দু’জনের মৃত্যু হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।