নওগাঁয় আইনজীবীকে মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কার্যক্রম বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নওগাঁ আদালত চত্ত্বরে আইনজীবীকে মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কার্যক্রম বন্ধ রেখেছেন আইনজীবীরা।
এতে চরম ভোগান্তিতে পড়েছে বিচারপ্রার্থীরা। গতকাল বিষয়টি মীমাংসার কথা থাকলেও তা হয়নি। ফলে কর্মসূচি অব্যাহত রেখেছে বার এসোসিয়েশন। জেলা এসোসিয়েশনের সভাপতি খোদাদাত খান জানান, আইনজীবী মুরাদ রিক্সা নিয়ে আদালত চত্ত্বরে প্রবেশের সময় দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে মারধর করেন।
















