বিরোধী মতের দলগুলো নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
বিরোধী মতের দলগুলো জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করতে পারছেনা-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে যারা পুরোপুরি ধ্বংস করেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারা পরাজিত হবেই। তিনি আরো বলেন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, রাষ্ট্র ও ভোটাধিকার ধ্বংসকারী রাতের ভোটে নির্বাচিত সরকারের মুখে এই বক্তব্য হাস্যকর। এবছরের এইচএসসি’র অটোপাস নিয়ে রিজভী মন্তব্য করেন, মেরুদণ্ডহীন জাতি গড়তে কোমলমতি শিক্ষার্থীদের অটোপাস দেয়া হয়েছে।























