বরগুনার আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বরগুনার আমতলীতে স্ত্রী রাবেয়া বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী অলিউল্লাহকে আটক করেছে আমতলী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুলিশাখালীতে মোহাম্মদ ছাত্তারের ছেলে অলিউল্লাহ তার স্ত্রী রাবেয়া বেগমকে নিয়ে প্রায় ১০ বছর আগে আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডে বসবাস করতো। প্রায় পারিবারিক কলহের বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে লোহার এঙ্গেল দিয়ে সকালে পিটিয়ে অজ্ঞান করে ফেলে। সে সময়েই তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।