সুনামগঞ্জে সামরান হত্যা মামলায় তাজউদ্দিনকে ফাঁসি দিয়েছে আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৮৩২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে সামরান হত্যা মামলায় তাজউদ্দিনকে ফাঁসি দিয়েছে আদালত।
মামলায় প্রধান আসামী তাজ উদ্দিনকে ফাঁসির দন্ডাদেশ ও নগদ ৫০ হাজার টাকা অর্থ দন্ড এবং ঘটনার জড়িত থাকার সাক্ষ্য-প্রমান না পাওয়ায় অন্য ৬ আসামিকে খালাস দেয়া হয়। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন। ২০১৩ সালের ৯ মে সুনামগঞ্জ উপজেলার ইব্রাহিমপুরে পূর্ববিরোধের জেরে একই গ্রামের তাজউদ্দিনসহ কয়েকজন সামরানকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। অতিরিক্ত পিপি এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া বলেন, রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলো।
















