ভারত সেরামের কাছ থেকে যে দামে করোনা ভ্যাকসিন কিনবে ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী একই দামে ভ্যাকসিন পাবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ভারত সেরামের কাছ থেকে যে দামে করোনা ভ্যাকসিন কিনবে, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী একই দামে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। সংসদে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
চুক্তিটি বাংলাদেশ সরকার, ভারতের সেরাম ইন্সটিটিউট ও এজেন্ট হিসেবে বেক্সিমকোর মধ্যে সই হয়েছে। সকাল সাড়ে দশটায় স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসে চলতি শীতকালিন অধিবেশন। বিএনপি ও বিরোধীদলীয় একাধিক সংসদসদস্যের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, করোনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করছে বাংলাদেশ। একই সাথে স্বাস্থ্য খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হয়নি। সবচেয়ে কম দামে ভ্যাক্সিন কিনেছে বাংলাদেশ- এমন তথ্যও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।