জনগণের দোরগোড়ায় ভ্যাকসিন পৌঁছে দিতে কাজ করছে সরকার: হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
জনগণের দোরগোড়ায় ভ্যাকসিন পৌঁছে দিতে কাজ করছে সরকার, বলেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
১১টায় কুষ্টিয়া সরকারি কলেজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যে যার ইচ্ছামতো সময়ে ভ্যাকসিন নেবেন। দেশের প্রধানমন্ত্রীকে আগে ভ্যাকসিন নিতে হবে বিএনপি নেতার এমন মন্তব্যের উত্তরে হানিফ বলেন, বিএনপি যে নিম্নমানের একটি দল, এই কথা সেই পরিচয় বহন করে। ‘বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় টিকাদান মতবিনিময় সভায় অংশ নেন আওয়ামী লীগের এই নেতা।