দুই বছরের মাথায় খসে পড়ছে নওগাঁর আশ্রয়ন প্রকল্পের ঘর
- আপডেট সময় : ০৭:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নির্মাণের মাত্র দুই বছরের মাথায় খসে পড়ছে নওগাঁর বদলগাছী উপজেলার লালুকাবাড়ী আশ্রয়ন প্রকল্পের ঘর। নিরাপত্তা ও কর্মসংস্থানের অভাবে এরই মধ্যে ঘর ছেড়ে চলে গেছে অনেক পরিবার। বাকিরা বসবাস করছেন সীমাহীন কষ্টে।
এ যেন বালুচরে ঘর বাঁধা। ২০১৯-২০ অর্থবছরে ছোট যমুনা নদীর লালুকাবাড়ী চরে নির্মাণ করা হয় এসব ঘর। কিন্তু অল্পদিনেই ঘরগুলো হয়ে পড়েছে বসবাসের অযোগ্য।
চলাচলের রাস্তা ও স্যানিটেশন ব্যবস্থা নেই। বিশুদ্ধ পানির অভাবে সীমাহীন দুর্ভোগে বাসিন্দারা। নেই বিদ্যুৎ সুবিধাও। বন্যা আঘাত হানে প্রতি বছর। বসবাসের অযোগ্য হয়ে পড়ায় আশ্রয়ন ছেড়ে চলে গেছে বেশিরভাগ পরিবার।
স্থানীয় জনপ্রতিনিধিরা এসব সমস্যার কথা স্বীকার করলেও, এ নিয়ে কোনো কথা বলতে নারাজ উপজেলা প্রশাসন।
নওগাঁর লালুকাবাড়ীর এই আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসন করা হয়েছিলো ৪৮টি পরিবার। সঠিক পরিকল্পনার অভাবে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হয়েছে বলে মনে করে ভুক্তভোগীরা।





















