তৃতীয় দফার দ্বিতীয় দিনে ১৪শ ৬৪ জন রোহিঙ্গা নাগরিককে নেওয়া হচ্ছে ভাসানচরে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
তৃতীয় দফার দ্বিতীয় দিনে ১৪শ ৬৪ জন রোহিঙ্গা নাগরিককে নেওয়া হচ্ছে ভাসানচরে।
শনিবার সকালে পতেঙ্গা থেকে নৌবাহিনীর চারটি জাহাজে তাদের ভাসানচর নিয়ে যাওয়া হবে। সকাল থেকে তাদের জাহাজে তোলা হচ্ছে। গতকাল তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পতেঙ্গা বিএফ শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয়। রোহিঙ্গারা জানান, স্বেচ্ছায় তারা ভাসানচরে যাচ্ছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রোহিঙ্গাদের আরও একটি দলকে চতুর্থ দফায় ভাসানচরে স্থানান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে। ২০২০ সালের ৪ এবং ২৯শে ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪শ ৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।




















