চার দিনেই শেষ করাচি টেস্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
চার দিনেই শেষ করাচি টেস্ট। দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজে এগিয়ে গেলো পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয় পায় স্বাগতিকরা।
লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ রানে দুই উইকেট হারায় পাকিস্তান। ১২ করে ফিরে যান ইমরান বাট। ১০ করে ফিরেছেন আবিদ আলী। দ্বিতীয় উইকেটে আজহার আলী ও বাবর আজমের ব্যাট ঘুরে দাড়ায় পাকিস্তান। বাবর ৩০ করে ফিরলেও ৩১ রানে অপরাজিত ছিলেন আজহার আলী। ৪ উইকেটে ১৮৭ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৮ রান যোগ করতে পেরেছে সফরকারীরা। এদিন প্রতিরোধ গড়েছেন কেবল টেম্বা বাভুমা, করেছেন ৪০ রান। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন নোমান আলী। প্রথম ইনিংসে ছিল ২ উইকেট।





















