করোনাকালে কুমিল্লায় ছাদবাগান জনপ্রিয় হয়ে উঠেছে
- আপডেট সময় : ০৭:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
করোনাকালে কুমিল্লায় ছাদবাগান জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকের অবসর সময় কাটছে এর পরিচর্যা করে। পূরণ হচ্ছে পরিবারের সবজি এবং ফলের চাহিদা। বিশেষজ্ঞরা বলছেন, জনবহুল শহরে ছাদবাগান পরিবেশ দূষনমুক্ত রাখে। কৃষি বিভাগের সহায়তা চেয়েছে সংশ্লিষ্টরা।
করোনাকালে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে ছাদবাগান। সবজি, ফল এবং ফুলের গাছ দৃষ্টিনন্দন করে তুলেছে বহুতল ভবনের ছাদ। এতে করে মানসিক প্রশান্তি ও স্বাস্থ্যসম্মত সবজি এবং ফলের যোগান দিচ্ছে বাগানগুলো।
জনবহুল শহরকে দূষনমুক্ত করতে ছাদবাগান গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। কৃষি বিভাগকে, ছাদবাগানিদের সহযোগিতার আবহ্বান জানান এই পরিবেশবিদ।
খাদ্য সংকট মোকাবেলা ও পুষ্টি ঘাটতি নিরসনে ছাদবাগান অন্যতম উপায় হতে পারে বলে মনে করে কৃষি বিভাগ। পরিকল্পিত ছাদবাগান দিয়ে খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি আয় করাও সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা।





















