দেশের চলমান স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে নির্বাচনে অটোপাশের দাবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দেশের চলমান স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে নির্বাচনে অটোপাশের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যান জিএম কাদেরের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলে এ দাবি জানান তিনি। নির্বাচনে একচেটিয়া সরকার দলের প্রার্থীরাই বিজয় লাভ করছে উল্লেখ করে তিনি আরো বলেন, অটোপাশ হলে নির্বাচনে কোন নৈরাজ্য, সন্ত্রাস ও রক্তপাততের ঘটনা ঘটবে না। ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজিত দোয়া মাহফিলে উত্তরের সভাপতি ফয়সল চিশতি সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।