খুলনায় প্রায় ১০০ কোটি টাকার সাপের বিষসহ ৩ জনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
খুলনায় প্রায় ১০০ কোটি টাকার সাপের বিষসহ ৩ জনকে আটক করেছে রেব।
মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পাবনার নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার, ইব্রাহিম পরামাণিকের ছেলে লুৎফর রহমান ও যশোরে রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস। এ তথ্য নিশ্চিত করেছে রেব-৬ খুলনার উপ-অধিনায়ক মেজর আনিস। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেবের একটি টিম নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬টা সীল করা বোতলে ১৬ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা। এগুলো ভারতে পাঠানো হচ্ছিল।
















