মাগুরায় মামুন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২০০টি কচ্ছপ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মাগুরায় মামুন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২০০টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা থেকে সাতক্ষীরাগামী মামুন পরিবহনের ওই বাসটিতে তল্লাশী চালানোর সময় ২০০টি কচ্ছপ ভর্তি চারটি বস্তা উদ্ধার করা হয়। এগুলো ভারতে পাঠানো হচ্ছিল বলে পুলিশের ধারণা। তবে এ সময় কচ্ছপের বস্তাগুলোর কোন মালিককে খুঁজে পাওয়া যায়নি। কচ্ছপ আটকের বিষয়টি বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগকে জানানো হলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী বন বিভাগের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়। এ বিষয়ে সদর থানায় জিডি করা হয়েছে।
















