ভিন্ন ভিন্ন দাবিতে মানিকগঞ্জ ও ময়মনসিংহতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ভিন্ন ভিন্ন দাবিতে মানিকগঞ্জ ও ময়মনসিংহতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভাষা শহীদ রফিকের জন্মভিটা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রফিকনগর গ্রামে নির্মিত গুচ্ছগ্রাম অন্যত্র স্থানান্তরের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সংগঠন ‘শাব্বাশ মানিকগঞ্জ’ এ কর্মসূচির আয়োজক। আয়োজকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
এদিকে, ‘জীবনের ঝুঁকি নিয়ে এসএসসি পরীক্ষা নয়; অতি শিগগিরই বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাই’ এমন দাবীতে ময়মনসিংহের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা।





















