গাইবান্ধায় দীর্ঘ দিনেও নির্মান করা হয়নি ট্রাফিক টয়লেট
- আপডেট সময় : ০৫:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
গাইবান্ধায় দীর্ঘ দিনেও ট্রাফিক পুলিশের জন্য নির্মান করা হয়নি ট্রাফিক টয়লেট। তাদের ভরসা রাস্তার পাশের হোটেল আর মসজিদ। রোদ, বৃষ্টি ঝড় উপেক্ষা করে সড়কে র্দীঘ সময় থাকতে হচ্ছে। অন্যদিকে ওয়াশ রুম না থাকায় নারী পুলিশ সদস্যরাও আছেন বিড়ম্ববনায়।
জেলার সাত উপজেলার এই শহরে প্রতিদিন শহরে যাতায়াত করেন কয়েক হাজার যানবাহন ও মানুষ। সড়কগুলো প্রসস্ত নয়, তাই হরহামেশাই লেগে থাকে যানযট। যানযট নিরসনে ভালো-খারাপ সব ধরনের আবহাওয়ায় কাজ করতে হচ্ছে জেলার ট্রাফিক পুলিশকে। অন্য সব কষ্টের সঙ্গে পুলিশ টয়লেট না থাকা সবচে বিড়ম্বনার। প্রয়োজন হলে যেতে হয় রাস্তার পাশের মসজিদ কিংবা মার্কেটে। তবে নারীদের বেলায় সমস্যা আরো প্রকট।
এদিকে সাধারণ জনগণের সেবার মান বাড়াতে ও যানযট নিরসনে ট্রাফিক পুলিশকে সুযোগ সুবিধা বাড়ানো দরকার বলে মনে করছেন সচেতন মহল।
অন্যদিকে, ট্রাফিক পুলিশকে ঢেলে সাজাতে শহরে ট্রাফিকবক্সসহ সব ধরনের সহযোগিতা দরকার, জানালেন জেলার পুলিশ সুপার।
জেলায় ১০টি পেয়েন্টে ট্রাফিক পুলিশ যানযট নিরসনে কাজ করছে।





















