ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হামিদুল হত্যার ঘটনায় ৫ আসামী গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
শাহবাগে নিহত হামিদুল ইসলাম হত্যার রহস্য উদঘাটনসহ ৫ আসামীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।
সকালে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলন করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ছুরিকাঘাতে নিহত হামিদুল ইসলাম হত্যার সাথে জড়িত ৫ আসামীকে রাজধানীর উত্তর মুগদা ও কামরাঙ্গাচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত ১টি চাকু, ১টি মোটরচালিত রিক্সা, লুন্ঠিত মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, রাত সাড়ে ৮টায় হাইকোর্টের ঈদগাহ মাঠের সামনে ফুটপাতের উপর হামিদুল রহমানের গতিরোধ করে মোবাইল টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এসময় হামিদুল চিৎকার করলে তাকে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে দুর্বৃত্তরা সেখানেই নিহত হন হামিদুল ইসলাম।