মন্ত্রী ও সংসদ সদস্যরা আগে টিকা নিলে মানুষের বিভ্রান্তি দূর হবেঃ চুন্নু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
মন্ত্রী ও সংসদ সদস্যরা আগে টিকা নিলে সাধারণ মানুষের মধ্যকার বিভ্রান্তি দূর হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।
দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কথা বললেও বঙ্গবন্ধুর আদর্শ পালন করে না। এ সময় তিনি আরো বলেন, দুর্নীতির জন্য শুধু রাজনীতিবিদদের ঘাড়ে দোষ চাপানো হলেও, বর্তমানে আমলাদের দুর্নীতিই সবার উপরে।