বঙ্গবন্ধু সেতুর উভয় পাড়ে ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট

- আপডেট সময় : ০৪:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানচলাচল ব্যাহত হচ্ছে। এতে করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের রসূলপুর ও সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছ
সেতুর টোলপ্লাজা রবিবার রাত সাড়ে ১১ টা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় কয়েক ঘন্টা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারনে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে বেশি কষ্ট হচ্ছে শিশু ও বয়স্ক যাত্রীরা। সেতু কর্তৃপক্ষ জানায়, ঘনকুয়াশার কারণে সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে রোববার রাত থেকে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। একারণে কয়েক ঘন্টা সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় সেতুর দুই পাড়ে আটকা পরে গাড়ির দীর্ঘ বহর। টোল আদায় চলমান থাকলেও কুয়াশার মাত্রা বেশি থাকায় ধীরগতিতে যানচলাচল করছে। রাতে টোল আদায় শুরু হলেও মহাসড়কটিতে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে পুলিশ।