মাদারীপুরে কীর্তিনাশা নদী পাড়ের মাটি কেটে ইটভাটায় নিচ্ছে প্রভাবশালীরা

- আপডেট সময় : ০২:৪৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
মাদারীপুরে অবৈধভাবে কীর্তিনাশা নদীর পাড় থেকে মাটি কেটে ইটভাটায় নিচ্ছে প্রভাবশালীরা। এতে করে ভাঙ্গনের হুমকিতে পড়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। অভিযোগ দিলেও, দীর্ঘদিন পরও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। ফলে আতঙ্কে আছে নদীপাড়ের মানুষ।
মাদারীপুর সদরের বিদ্যাবাগিস থেকে কালকিনি উপজেলার রাজারচর এলাকায় কীর্তিনাশা নদী তীরের একাধিক জায়গায় ১২টিরও বেশি মেশিন দিয়ে, দীর্ঘদিন ধরে মাটি কাটছে একটি অসাধুচক্র। এসব মাটি দিনের বেলাতেই ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়।
মাটিকাটার ফলে নদী পাড়ে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়া ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে রাজারচার-কালকিনি সড়ক ও এর আশপাশের ঘরবাড়ি। স্থানীয়রা একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করলেও, কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান তারা।
শিগগিরই মাটিকাটা বন্ধে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন, জেলা প্রশাসক।কার্যকর ব্যবস্থার মাধ্যমে ভাঙ্গনের কবল থেকে নদী পাড় রক্ষার দাবি জানিয়েছে ঝুঁকিতে থাকা মানুষ।