ধর্ষক আইনুল হকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৮৬৭ বার পড়া হয়েছে
রংপুর নগরীর আলোচিত ধর্ষণ মামলায় ধর্ষক আইনুল হকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
দুপুরে রংপুর জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ যাবিদ হোসেন ৮ জন স্বাক্ষীর জবানবন্দী ও জেরার পর্যালোচনা করে এ রায় প্রদান করেন। ২০০৯ সালের ১০ মার্চ রাতে রংপুর নগরীর বিন্ন্যাটারী এলাকার ১৩ বছরের মেয়ে বাড়ির পার্শ্ববর্তী বাঁশ ঝাড়ে গেলে স্থানীয় যুবক আইনুল তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এরপর রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ও কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবি হিসেবে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি খন্দকার রফিক হাসনাইন।