চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৬৮১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ৩৭ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি। নগরীর অন্য সব উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের ঘাটতি মেটাতে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। এসময় আওয়ামীলীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এদিকে, দুপুরে জামালখানের একটি রেষ্টুরেন্টে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনেরও নির্বাচনী ইশতেহার ঘোষণার কথা রয়েছে।
























