নোয়াখালীর বেগমগঞ্জে দিনের-পর-দিন ঘটছে অপরাজনীতির শিকার হয়ে মৃত্যুর ঘটনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে দিনের-পর-দিন ঘটছে অপরাজনীতির শিকার হয়ে মৃত্যুর ঘটনা। এই ঘটনায় উঠতি বয়সের এক শ্রেণির তরুণরা কিশোর গ্যাং এর মাধ্যমে জড়িয়ে পড়ছে অপরাধের।
নোয়াখালীর বেগমগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডে নিজেদের মধ্যে আধিপত্য,পূর্ব শত্রুতা জের ধরে বুধবার রাতে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে মাজহারুল ইসলাম তূর্জ নামে এক কিশোর। মেয়ে সংগঠিত কারণে বড় ভাইয়ের হাতে ছোট গত ২৪ ফ্রেব্রুয়ারীতে হাসান নামে আরেক কিশোরের কুপিয়ে হত্যা করা হয়। সেই মৃত্যুর প্রতিশোধ নিতে তূর্যের পতিপক্ষ তূর্যকে খুন করেছে বলে জানায় তার স্বজনরা। তবে পরিবারের লোকেরা বলছে তূর্য অপরাজনীতির শিকার হয়ে মারা গেছে। এ ঘটনায় নিহতের বাবা তাজুল ইসলাম মানিক বেগমগঞ্জ থানা ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে।























