ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে পৃথক ঘটনায় ৩ জন খুন

- আপডেট সময় : ০২:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ১৬৮১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় দুইজন ও মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড়ভাই নিহত হয়েছে।
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুলপুর গ্রামে পাল্টাপাল্টি হামলায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, ফারুক মিয়া ও মোয়াজ্জিন বাছির মিয়া। বিকেলে ও রাতে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা দুইজনই মারা যান। নিহত ফারুক মিয়া নবীনগর উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে ও বাছির মিয়া উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আজম মুন্সীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য সহিদ মেম্বারের সাথে বাছির মিয়ার ভাই সাবেক ইউপি সদস্য সোবহান মেম্বারের নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে এঘটনা ঘটে।
এদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মির্জাপুর চা বাগান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ছোটভাইকে আটক করেছে পুলিশ।