মানিকগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
																
								
							
                                - আপডেট সময় : ০৭:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
 - / ১৫৪৩ বার পড়া হয়েছে
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী মানিকগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছে।
নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৮ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট- মানিকগঞ্জের সাটুরিয়ার ধুল্যা বিএম উচ্চ বিদ্যালয় মাঠে দুপুরে এই কম্বল বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন পিন্টু। সাটুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাড়ে ৩শ’ লোকের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিকে, গাজীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্বাবধানে ৫৬ ইস্ট বেঙ্গলের আয়োজনে দু:স্থদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ও কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজ মাঠে দিনব্যাপী এসব সামগ্রী বিতরণ করা হয়।
																			
																		














