চসিক নির্বাচনে কারচুপি হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি
- আপডেট সময় : ০৭:২৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
চসিক নির্বাচনে ভোট কারচুপির চেষ্টা করলে চট্টগ্রাম থেকে সরকার ও ইসির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান।
সকালে নগরীর ফয়েজ লেক এলাকা থেকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এতে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান। তিনি বলেন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা আর জনগণের সামনে আওয়ামী লীগের ভোটচুরির চেহারা পরিস্কার করতেই স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে বিএনপি। এদিকে, দুপুরে বহদ্দারহাট থেকে নির্বাচনী প্রচারণায় নেমে আওয়ামীলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, প্রতিদিন নিত্য নতুন অভিযোগ আর হুমকি ধামকি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। প্রশাসন আর ভোটারদের নজর অন্যদিকে রেখে সন্ত্রাসের মাধ্যমে বিএনপি ভোট লুটের ফন্দী আটছে বলেও মন্তব্য করেন তিনি।















