৬০ হাজার গৃহহীনের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করবে সরকার

- আপডেট সময় : ০১:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
২০ জানুয়ারি সারাদেশে একযোগে ৬০ হাজার গৃহহীনের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করবে সরকার। এর মধ্যে মাগুরায় এক’শ ১৫ জন ভূমিহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহার। ‘জমি নেই, ঘরও নেই’ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে এই হস্তান্তর কর্মসুচির প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা।
মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়নের খালিমপুরের জাহেদা বিবির স্বামী মারা যান আট বছর আগে। সহায়-সম্বলহীন, নিঃসন্তান জাহেদার দিন চলে মানুষের কাছে হাত পেতে। আশ্রয় নিয়েছেন অন্যের বাড়ির বারান্দায়। এই অবস্থায় সরকার থেকে পাকা ঘর পেয়ে তার এখন সুখের সীমা নেই।
বাড়ি বিতরণের অন্যতম শর্ত হলো, স্বামী-স্ত্রীর যৌথনাম বা শুধু স্ত্রীর নামে থাকবে। এতে নারীর ক্ষমতায়ন আরো একধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন, সংশ্লিষ্টরা। এই প্রকল্পের আওতায় মাগুরায় আট’শ ঘর তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান, জেলা প্রশাসক। দেশের মানুষের বাসস্থানের মৌলিক অধিকার নিশ্চিতে এ প্রকল্পের সাফল্য কামনা করেন স্থানীয়রা।